চান্দাবাজি করে ওরা গাঞ্জাখোর!
স্বপ্নগভীরে থাকে, কাটেনা ঘোর!
মানুষের ধনাগার! করে লোপাট,
মউ লোভে বাঈজীর বসায় হাট!
রচনা করেও তবু মানে না রীতি
দুস্থের কষ্টেও জাগে নারে প্রীতি!
সন্ত্রাস করে ওরা ছড়ায় মহাভয়!
নিকৃষ্ট কৌশলে পেতে চায় জয়!
তরুণীরা আছে বড়বেশি বিপদে
দাঁড়ায়না কেউ রুখে প্রতিবাদে!
এটাই কি তবে তাদের ভবিতব্য!
তবে কি নেই আর কেউ সুসভ্য!
বাড়লো বাজারে, আগুনের আঁচ
যায় না কেনা মোটে সব্জি-মাছ!
সবাই দিল তালা, তাদের কানে
বাক্যহীন খুঁজে মরে তার মানে!