তুমি কখনো বুঝতেই চাওনি-
আমার ব্যথার পারদ সেই কবেই
করেছে অতিক্রম সহ্যের সীমানা।
তোমার মনোরঞ্জনে থেকেছি আমি
যার পর নেই, এতোটাই পেরেশান!
তবু জানতে চাওনি আমার স্বপ্নসাধ!

তোমার শীৎকারে শিহরিত হলেও
দাওনি আমায় তুমি এক চিমটি সুখ!
অন্তর দিয়ে ভালবেসেও পাইনি হৃদয়!
স্বার্থপরের মত শুধুই নিয়েছো নিংড়ে!
যদিও ইশারায় দিতে তৃপ্তির প্রলোভন!
শুনিয়েছিলে কত মিষ্টি-মধুর বাণী!

কত সহজে ভুলে গেলে প্রতিশ্রুতি!
তোমার সেবায় ক্লান্ত হয়েছি নিরন্তর!
পেরিয়ে গেছে কত উষ্ণ শ্রাবণ-ভাদ্র!
ভালবেসে দাওনি কখনো একটু জল!
দেহটা হয়ে গেছে যেন ঊষর জমিন!  
কষ্ট পেয়েও দিয়েছি মেলে আঁচল!

এমনকি যা কিছু ছিল সঞ্চয় আমার-
দিয়েছি উজাড় করে, না হয়ে কৃপণ!
মিষ্টি হেসে সবই তুমি করেছো হরণ!
তবু বিপদে দাঁড়ালে না এসে পাশে!
নিরাশ হয়ে সাগরে গেলাম ভেসে!
নির্বিকার দেখলে আমার পতন!