প্রত্যাশা বেশি কিছু ছিলনা আমার;
সোনালি প্রাতের একটু মিষ্টি রোদ।
সৌরভ ছড়াবে কিছু লাল গোলাপ;
আঙিনা জুড়ে নাচবে, প্রিয় পায়রা!
স্বপ্ন ছড়াবে! নয়নের মণি উচ্ছাসে,
মধুর মুখের ডাকে, জাগবে মমতা।
দখিনা বাতাস ছুঁয়ে যাবে দেহ মন!
এর চেয়ে বেশি কিছু ছিল না আর।

আলোর মিছিলে, কালো ধূম্রজাল!
গগন বিদারী নিনাদে! মরণ ফাঁদ।
থমকে গেল! আশার সব আশ্বাস!
মিটে গেল আল্পনা-অটুট বিশ্বাস!
নেমে এলো দুই চোখে, অন্ধকার!
তাকিয়ে দেখি পুত্রের নিথর লাশ!