আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত "উমর ফারুক" কবিতাটি এর পূর্বে ও পড়েছিলাম, আজ আবার ও পড়লাম, শব্দ করে পড়তে গেলে কন্ঠ ধরে আসে, মনে মনে পড়তে গেলেও আবেগ জড়িয়ে ধরে। কাজী নজরুল ইসলাম যে ভাবে হযরত উমর (রাঃ) এর শাসক জীবনের খন্ডাংশ তাঁর এ কবিতায় তুলে ধরেছেন, আমার জানা নাই তাকে কেউ কখনও কল্প কাহিনী বলে উড়িয়ে দিয়েছেন কিনা ! কবি এ কবিতার মাধ্যমে হযরত উমর (রাঃ) এর ব্যক্তি জীবনকে চিত্রায়িত না করে শাসক জীবনকেই সবার সামনে তুলে ধরেছেন। আর এই কবিতা পড়ার পর আমার বিশ্বাস, সবারই মনে হবে পৃথিবীতে এমন সুন্দর শাসন ব্যবস্থা এবং জন দরদী, ন্যায়ানুগ এমন শাসক আর হয়তো আসবে না। আর কবিতাটাও যে রকম সহজ সরল নির্মল ভাব ও ভাষায়, ছন্দে ছন্দে রচনা করা হয়েছে তাতে আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি তাদের সকলেরই উচিৎ কবিতটা পড়ে সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। আমার মনে হয় সার্বিক বিচারে এর চেয়ে ভাল কবিতা হতেই পারে না। তাই সকলকেই কবিতাটা পড়ার জন্য অনুরোধ করছি।
আলোচনাটি ১৩২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০৯/২০১৪, ০৬:১১ মি: