একটি পরিশীলিত সমাজ কাঠামোকে শক্ত মজবুত ভিতের উপর দাঁড় করানোর জন্য চাই কিছু স্মরণীয় বরণীয় পরিশুদ্ধ মানুষের গড়া ন্যায়ানুগ পশ্চাদভুমি, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালী সমাজের সেই পশ্চাদভুমি যাদের ঘামে শ্রমে বিনির্মিত হয়েছিল, তাদের মধ্যে কবি- সাহিত্যিক সমাজ একটা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আমরা তাদেরই উত্তরসূরী। এতদিনের পুরোনো একটা সমাজ কাঠামো আজ মূল্যবোধের অবক্ষয়ের শিকারে পরিণত হয়ে মানবিক বিপর্যয়ের উপকন্ঠে উপনিত হয়েছে। এখান থেকে এ জনপদ কে আবার ঝলমলে ভবিষ্যতের সোপানের পাদদেশে পূনস্থাপনের জন্য আজ কবি, সাহিত্যিক সমাজকেই উজ্জিবিত হয়ে অসুন্দর আর অবক্ষয়ের বিরুদ্ধে কলমের শক্তি নিয়ে রুখে দাঁড়াতে হবে। সত্যকে সত্য অার মিথ্যা কে মিথ্যা বলে জাগরণের কবিতা লিখে নব যাত্রার সূচনা করতে হবে।
আলোচনাটি ১০৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৬/০৯/২০১৪, ০৬:৪১ মি: