কবি মন দোলে কখনPost20140909125422
গ্রীস্মের শুরুতেই বাংলা নববর্ষ, গ্রীস্মের তাপদাহ, কালবোশেখী ঝড়, মধু মাসের রসালো আয়োজন-আপ্যায়ন। বর্ষার কদম ফুল, টিনের চালে টাপুর-টুপুর রিম-ঝিম বৃষ্টি, ভাঙ্গনের দুর্দশা-বন্যা, অতি বৃষ্টির জলাবদ্ধতা, নৌকা বাইচ, নৌ পথের ভ্রমণ বিলাস। শরতের কাশফুল, ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ, ভাদ্রের গুমোট গরম, আশ্বিনের মর্দানা। হেমন্তর নাতিশীতোষ্ণ আবহাওয়া, গভীর রজনীর নির্মল নীলাকাশের ভরা পূর্ণিমার চাঁদ, সকাল সন্ধ্যার কুয়াশার চাদর, ঘাসের ডগার শিশির বিন্দু, ঝরে পড়া শেফালির আকুতি অথবা বকুল ফুলের ঘ্রাণ। শীতের পিঠা পুলী, খেজুরের রসালো সকাল, বিয়ে সাদীর ধুম, আলস্যে ভরা নিরবিচ্ছিন্ন ঘুম, মেলা সহ গ্রাম বাঙলার নানা রকম বিনোদন-উৎসবের হৃদয়স্পর্শী আয়োজন, কবি মেলা। বসন্তর ফুল, বাসন্তীদের প্রেম-উন্মাদনা, ঝরা পাতার আর্তনাদ, পল্লবিত পল্লির সবুজ শ্যামল রূপ, চৈত্রের দাবদাহ, পানি বিনে হাহাকার, খড়ায় চোচির মাঠ ঘাট। এ ছাড়াও রয়েছে নৈসর্গ। কবির কাব্য চর্চ্চায় কোন্ কোন্ সময়, কোন্ কোন্ বিষয় গুলো কবি মনকে বেশী করে ছুঁয়ে যায়, বেশী করে দোলা দেয়, প্রভাবিত করে ! বলবেন কী ?
আলোচনাটি ১১৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৯/২০১৪, ০১:২৭ মি: