গতকাল পর্যন্ত আপনার সাইটে আমার যোগদান করার বয়স হয়েছে ২৬ দিন। এই ২৬ দিনে আমি কবিতা প্রকাশ করেছি ২৬টি আলোচনা সভায় লেখা প্রকাশ করেছি ৩১/০৮/১৪ থেকে ০৬/০৯/১৪ পর্যন্ত ৭ দিনে ৭টি সহ মোট ১০টি,যার মধ্যে ৩টি ব্যান করা হয়েছ।।
দেখুন, আমি একজন সৌখিন কবি। আপনার সাইটে যোগ দিয়েছি একটু সময় কাটাতে,একটু মানষিক প্রশান্তি পাবার জন্য । দেখলাম, আপনার সাইট টিকে সজীব ও প্রাণবন্ত রাখার জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। তাতে করে আপনা আপনি কবি বন্ধুগণ স্বাভাবিক নিয়মেই সক্রিয় হয়ে গেছেন এবং তাঁরা যথেষ্ট সময় ও এখানে ব্যয় করছেন। কবিগণ ও মানুষ ! তাঁরাও সামাজিক জীব, তাছাড়া কবি মন তো আর ভার্চুয়াল জগতের মত সফট্ওয়ার দ্বারা পরিচালিত হয় না যে, স্বয়ংক্রিয় ভাবেই তাঁরা ব্যান হওয়ার মত লেখা প্রকাশ করা থেকে বিরত থাকতে পারবে। এমনকি আপনার সাইট টি সফট্ওয়ার দ্বারা পরাচালিত হওয়া সত্ত্বেও অন্য কবিবন্ধু দের অভিযোগের ভিত্তিতেও কারো কারো লেখা ব্যান করা হয়ে থাকে। ফলে কী হয়, একজন সক্রিয় কবি ও নিষ্ক্রিয় তথা নিরুৎসাহিত হয়। আমি নতুন, তাই এখানে পুরস্কার কী আছে জানিনা তবে শাস্তির বিধান টা আমাকে মর্মাহত করেছে। শাস্তি কেন ? শাস্তি অপরাধীদের জন্য ! আমরা কী অপরাধী ? বরং আমরা সক্রিয় থাকলে আপনার সাইট টিও সক্রিয় থাকবে। আর আমিও চাই আমাদের এই সাইট টি ও সক্রিয় থাকুক, প্রাণবন্ত থাকুক। সেই উদ্দেশ্যে নিম্নে কয়েক টি প্রস্তাব রাখছি -
১। ব্যান করার মত যে লেখা গুলো আমরা লিখে ফেলি সেগুলো কে স্বয়ংক্রিয় ভাবে সঙ্গে সঙ্গে মুছে ফেলা যেতে পারে।
২। অথবা সে রকম কোন লেখা মুছে ফেলার জন্য আমাদের নির্দেশ দিলে আমরা ও মুছে ফেলতে পারি, সে ক্ষেত্রে হয়তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যেতে পারে।
৩। একটা কবিতা যদি ব্যান করা হয় ও সে ক্ষেত্রে সাত দিনের শাস্তির বিধান শিথিল করে এক বা বড় জোড় দুই দিন করা যেতে পারে।
৪। কবিতা ব্যান হলে শুধু কবিদের তালিকা থেকে অথবা আলোচনা সভার লেখা ব্যান হলে শুধু আলোচক দের তালিকা থেকে দুই এক দিনের জন্য বাদ দেওয়া যেতে পারে।
৫। অর্থাৎ, যে কোন বিভাগের একটা লেখা ব্যান হলে দুই তালিকা থেকেই বাদ দেওয়ার আইন টি শিথিল করার জন্য প্রস্তাব রাখছি।
৬। এক কবির নিকট থেকে অভিযোগ নিয়ে অন্য কবির লেখা ব্যান করার আইন টি অসৌজন্য মূলক। এতে কবিবন্ধু দের মধ্যে সৌহার্দ বিনষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। আমরা কবি, আমাদের বৈশিষ্ট হতে হবে অনন্য। অতএব, অত্র আইন টিও রহিত করার জন্য বিনীত আবেদন করছি।
পরিশেষে, সকলের স্বার্থ ও সজীবতা রক্ষার স্বার্থে আমার সবিনয় প্রস্তাব গুলো গৃহীত হলে আন্তরিক ভাবে খুশি হব। আপনাকে বিশেষ ধন্যবাদ, সবার জন্য শুভেচ্ছা।