একটি দেশ তার গভীরে যে সংস্কৃতি লালন করে, সেই সংস্কৃতির উপর ভর করেই শৈশব, কৈশর, যৌবনে আসে। ঠিক আমাদের মত যেমন বাংলাদেশ। আমরা,আমাদের উত্তরসূরীরা যে সংস্কৃতিকে ধারণ করে বেড়ে উঠেছি, সেই সংস্কৃতি তো এই মাটি থেকেই পেয়েছি,যার বীজ বপন করে গেছেন আমাদেরই পূর্ব পুরুষদের মধ্যে যাঁরা কবি সাহিত্যিক ছিলেন। আমরা শৈশবে কৈশরে তারুণ্যে যে শিক্ষা অর্জন করেছি তার মধ্যে ধর্ম ছিল, পরিবেশ পরিচিতি ছিল,বিদেশী ভাষা ছিল-ছিল হিসেবের জটিল অংক,বিজ্ঞান-রসায়ন কোনটাই আমাদের জীবনের গতিপথ কে সহজ সরল মসৃণ করতে পারে নাই। সবাই কােথাও না কোথাও হোঁচট খেয়েছি। এই সব শিক্ষা দিয়ে আমরা আমাদের নিজস্ব সত্ত্বাকে চিনতে পারি নাই। আমার মাটির গন্ধ কে আমরা আত্মস্থ করতে পারি নাই। দেশ কে ভালবাসতে পারি নাই। হৃদয়ের গভীরে দেশপ্রেম সৃষ্টির জন্য প্রয়োজন হয়েছে স্বকীয় সাহিত্যের সহযোগিতা। আর তা বিনির্মিত হয়েছে কবি সাহিত্যিকদের প্রচেষ্টায়ই। যার সুফল ভোগ করেই আজ আমরা রচনা করেছি একটি শক্তিশালী ভিত্তি। যে কারণে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিশ্ব দরবারে। অতএব একটি জাতিকে, একটি দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে প্রয়োজন হয় তার মজবুত সংস্কৃতিক ভিত্তির,যা নির্মান করেন সেই দেশের, সেই মাটির কবি সাহিত্যিকগণই।
আলোচনাটি ১১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৬/০৯/২০১৪, ০৩:৪৪ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ১০টি মন্তব্য এসেছে।