আসছে সংযমের মাস, পবিত্র রমাদান।
এসো সবাই মেনে চলি, স্রষ্টার বিধান।
মিলেমিশে থাকি সবাই না করে কলহ;
না করি আমরা পরস্পর বিচ্ছেদ-বিরহ।
পরিস্কার-পরিচ্ছন্ন থাকি-থাকি নিষ্পাপ,
ঝগড়াবিবাদ ছেড়ে অপরাধ করি মাফ।
জাহান্নামের আগুনকে, এসো করি ভয়;
তবেই ফলপ্রসূ হবো, হবে জান্নাত জয়।
নইলে পস্তাতে হবে ওপারে অনন্তকাল
শাস্তি পেতে হবে নিত্য সকাল-বিকাল!
অপরাধ করে গেলে, পবো না রে ক্ষমা
তিল পরিমান পাপও থেকে যাবে জমা।
হিসাব-নিকাশ হবে-হবে না বেইনসাফ-
যারা হবে মুক্ত-ওরা বাঁচবে ছেড়ে হাঁফ।