লুটেপুটে খেলো যারা
ওরা বড় উচ্চকন্ঠ!
জুলুমের শিকার খায়
হাসপাতালে ঘন্ট!

চোর-ডাকাত, ঘাতকে
থাকে না কি দূর্গে!
তাদেরও সরদার যারা
রয় শরণের স্বর্গে!

ধড়িবাজ! খুঁজে রাজ!
মেরে ডিগবাজি!
জালিমের শিরোমণি!
সেও দেখ কাজী!

যার যায় সেই বোঝে
উৎসর্গের বেদনা
তথাপি টোপর পড়ল
করল যে ছলনা!

জনতার ত্যাগে ওরা
করে যায় ভোগ!
দেখাবার তরে তারা
করে মৃদু শোক!