ব্যক্তিত্বহীন নেতৃত্ব পেলে দর্শন পড়ে ম্যানহোলে!
অথবা স্বপ্নরাঙানো দলটাই চলে যায় ব্ল্যাকহোলে!
বহুত ক্যারিশম্যাটিক নেতাদের বোলচাল শুনেছি,
খেঁকশিয়াল রূপে এসে ফের চলে যেতে দেখেছি!
বাহাদুরী দেখিয়েছে মুখেমুখে কাজের সময় নেই!
কাজ হয়ে গেলে, কড়কড়ে ভাষণ শুনিয়েছে সেই!
মূলত ব্যক্তিত্বহীন মানুষ যোগায় কতনা কৌতুক!
বেশরমের মত চায় শ্রদ্ধেয়দের সামনেই যৌতুক!
ভুল দিয়ে সাজিয়ে ঘর! শুদ্ধ জ্যোতিরে পায় ডর!
প্রতারণা করে মাল কামিয়ে, ভরতে থাকে উদর!
রাত্রির আঁধারে করে কারসাজি আলোয় যত ভয়!
এভাবেই ফুটে উঠে, অন্ধকারের বসতির পরিচয়!
মানুষের চেহারা দেখে তাকে, চেনা বড় মুসকিল!
তাদের কথা আর কাজের মাঝে নেই কোন মিল!