পৈত্রিক সূত্রে যারা বেয়াড়া! তারাই কদর্য হয়!
ওরা নিজেদের স্বার্থে ভালোকে-কালো বানায়!
একত্রে মিলেমিশে ওরা রাতারাতি বদলে যায়!
অতঃপর সুবিধা বুঝে-ওরা বিজয়ের গীত গায়!
দুঃখে! আঁখিজল মুছে কেউ বা ভেজায় আঁচল!
কেউ নষ্ট কড়িতে কিনে, বাজায় সোনার ঢোল!
দুষ্টরা ক্ষমতার জোরে রাস্তাঘাটে তোলে টোল!
প্রভাবশালী হুকুম দেয়! ঘরে ঘরে চাঁদা তােল!
টাকার গরমে নেশা করে হয় যদি ধুম মাতাল!
কে কারে করে বিশ্বাস! সবই যদি হয় বেতাল!
যারা বড় বড় কথা বলে! তারা যদি হয় শ্বাপদ
অসহায় যাবে কার কাছে! হ'লে বিপদ-আপদ!
হায় রে দুনিয়া! সত্য হেরে যায় মিথ্যের কাছে!
বেকায়দায় পড়ে সতীরাও লম্পটের ঘরে নাচে!