সাবাস বাংলাদেশ দেখালে কি চমৎকার!
ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে পণ করলে দুর্বার।
পার নাই অতীতে যা! এবার দেখালে তা
ছিনিয়ে এনেছ জয়, দিয়ে নিজ যোগ্যতা।
দৃঢ়তার সাথে দাঁড়াবার সাহস কর অর্জন
আর নয় ভয়, করো না কারো পদলেহন।
দেশের তরে সংগ্রাম করে ঘোচাও দুর্নাম
জয়ের খবর দিয়ে বাঁচাও জাতির সম্মান।
তোমরাই পারবে, কঠিন পথ পাড়ি দিতে
পারবে দেশের হয়ে সবারে স্বপ্ন দেখাতে,
হুংকার-প্রলোভনে, দিও না আর বিসর্জন
আপন মহিমায় পেতে জয়! করো গর্জন।
তবেই করবে সমীহ সবাই! মানবে বীর!
শীর্ষে রইবে স্বীয় পতাকা! উঁচু হবে শির।