সবারই চেহারা সুরত-আচরণ দেখে
মনে হয়-অভ্যুত্থান হয়ে গেছে শেষ!
অথচ-রয়ে গেছ পর্বতের পাদদেশে!
পারনি যেতে কিন্তু, অনন্য উচ্চতায়!
মানুষের দুঃখ কষ্ট কিছু হয়নি লাঘব-
আসে নাই ভারসাম্য বাড়েনি আদব;
যে তিমিরে ছিলে, সেখানেই আছো!
যদিও ঝরেছে খুন! বেদনা সয়েছো!
পরিবেশ প্রতিকুল জানি-টানছ ঘানি;
দিয়েছ শ্রম ঘাম, বাড়ছে পেরেশানি!
মিলছে না প্রতিফল তবু-আশানুরূপ;
ধারণ করছে প্রতিপক্ষ ভয়ানক রূপ!
তবু, যেতে হবে-আরো বহু বহু পথ!
তাই আবার নিতে হবে কঠিন শপথ।