তোদের বুলেটে বেড়িয়ে গেছে
অধীতীদের প্রাণবায়ু!
অবজ্ঞাত হয়ে থাকবি রে বেঁচে
যতদিন আছে আয়ু,।
আলেয়ার ছলে হয়েছিস পাপী-
হয়ে গেলি অপরাধী!
নিরস্ত্রের পাঁজরের খুন ঝরিয়ে
বিনিময় পেলি চাঁদি!
স্বার্থের মোহে ফেলেছিস কত
অপাপবিদ্ধের লাশ!
বিচ্ছিন্ন দ্বীপের ঘাতকপুরীতে
হবে তোর বসবাস!
যতদিন রবে, এই দেশ-জাতি
থাকবিরে অপবিত্র!
স্মরণ রাখিস! তোদের প্রজন
হবেই ঘৃণার পাত্র!
মীরজাফরের অনুসারী হয়ে
মিলবেরে অসম্মান!
দম্ভ তোদের থাকবেনা আর
পাবি গরলের ঘ্রাণ!