চাপে চাপে চিড়া চ্যাপ্টা হয়ে গেছে
হায়! মক্কেলের নাড়িভুঁড়ি চিৎপাত!
চুরি যা করেছিল! গাট্টি-বোস্কা সব
বেওয়ারিশ মালের মত হয় বেহাত!
একবার মনে আছে, চেয়েছিল গুরু-
করতে খাঁয়েদের জাতকেই হাভাত!
মহাজন আছেন, ঊর্ধ্বে যার আসন;
ঘৃণায় করেছিলেন তাকেই উৎখাত!
অশুভ শক্তির মত কে করে বেঘর!
অসার বানাতে চায়, করে উৎপাত!
তাদের করে দেন তিনি কুপোকাত
যিনি চিরসজাগ যার নেই দিনরাত।
সীমা ছেড়ে যায় যারা-করে অমান্য
তাদেরকে দেন তিনি, অভিসম্পাত।