তুমি তো সেই তুমি-
যার চোখে স্বপ্ন ছিল অগণন-বেশুমার!
আর ছিল ভালোবাসা, ভাষার অলঙ্কার!
ভাবতে আমায় খুশিতে, রাজার কুমার!
দু’টি চোখে চোখ রেখে, ধরেছিলে হাত,
কাটিয়ে দিয়েছিলে কতনা পূর্ণিমা রাত!
স্বপ্নজোয়ারে ভেসে বলতে হেসেহেসে
একাকার হয়ে যাবো তুমি-আমি মিশে!
অবশেষে তুচ্ছ ভুলে করলে অভিমান!
অহমে হেলা করে আঘাত করলে দান!
নক্ষত্রের রশ্মি ভেবে আলোকিত হতে-
ছুটে গেলে মোহনায় ভালোবাসা দিতে!
ভুলেছিলে অতীতের রমণীয় অভিসার!
আমার দু’চোখে দিয়ে গভীর অন্ধকার!
বুবিনি এইভাবে আবার আসবে ফিরে!
কত ছবি এঁকেছিলাম তোমাকে ঘিরে!
যাত্রাক্ষণে ভুলেছিলে আমার অধিকার
যদিও ভুলিনি আমি আমার অঙ্গীকার।
তবে দেইনাই কখনো আমি অভিশাপ;
হয়তো বা করেছিলে তুমি কোন পাপ!
এসো না হয় অশ্রুজলে ধুয়েমুছে করি-
স্মৃতির পাতায় পুঞ্জিভূত কলংক সাফ।
হৃদয় আমার নয় কিন্তু-ঘৃণার আধার;
এসো প্রিয়া-অবারিত আছে সেই দ্বার।