বুনো শাসনের হলো বুঝি  অবসান।
রক্তচোষাকে আর ভেবোনা আপন।
বিশ্বাস ভঙ্গ করে হয় বিশ্বাসঘাতক!
চেতনার ওয়াদা ভেঙ্গে করে নাটক!
শাসক যদি পাগল হয় কোন দেশে,
খুনের নেশায় থাকে চির ছদ্মবেশে!
ভাবে না পরিণাম নিয়ে আগেপিছে-
পরিশেষে স্বপ্ন হবে একদিন মিছে!

খুনের নেশায় যারা ভাবে দিনরাত!  
সেই উন্মাদকে বলে সাইকোপ্যাথ!
হত্যা করে স্বস্তি পায়-পায়-আনন্দ!
অজ্ঞাতে ছক কষে! বুনে যায় ছন্দ!
জনতাকে স্বপ্ন দেখায়! গড়বে স্বর্গ!
তাতেই খুশি হয়ে দেয় তাকে অর্ঘ্য!


রচনাকাল=১০/০৮/২৪