নারী ভোগের উপাত্ত নয়,
করো না তারে অপমান।
সে তোমার সন্তানের মা-
মেনে নাও স্রষ্টার বিধান।
নারী শুধু রঙ্গসঙ্গীই নয়
ভুলেও নয় অপব্যবহার!
সব কর্মই হবে ইবাদত-
যদি করো, শুদ্ধ আচার।
হে মুসলমান! সাবধান!
রক্ষা কর নারীর সম্মান;
অপরের মত ভাবিও না
তবে কি থাকবে ঈমান?
যারা ভাবে নারীর দেহ
অর্থোপার্জনের মাধ্যম!
তারা অসভ্য-কদাকার!
বোঝেনা জননী উত্তম।
সংসার দু’জনার প্রেমে
হয়ে উঠে যেন জান্নাত,
হে নারী, নয় পরকীয়া!
দু' কুলই হবে বরবাদ!