সত্যকে অভ্রান্ত ভাবে করি যদি-অবলোকন।
তবেই করতে পারবো যৌক্তিক ভাবে বর্ণন।
মার্জিত লিখনীর মাধ্যমে, করলে-উপস্থাপন;
আস্থাস্থাপন করে জানাবে সবাই-অভিনন্দন।

জালিমরা অসম্মানিত হয়ে, হয়ে যাবে কাত!
অবিশ্বাসী অবাধ্যরা সব তখন হারাবে জাত।
দৌড়ে বাঁচবে না-আর, কবরে কাটাবে রাত!
গভীর অন্ধকারে হাশর তক আসবে আঘাত!

যে সময় চলে যায়! জীবনের হিসাব থেকে!
কোন মূল্যেই তাকে-যাবে না পাওয়া ফিরে!
এ এক নিরেট বাস্তবতা! সকলেরই জীবনে!
তখন সংশয় কাটে, আস্থা ফিরে ধীরে ধীরে।

সন্দেহ নাই-শয়তান থাকে-অশান্তির মাঝে!
কষ্ট পায় দীর্ঘক্ষণ মুমিনদের যথাযথ কাজে!