আর হয় না হারান!
খেলোয়াররা আছাড় খেয়ে
কোমর ভেঙ্গে আজ পেরেশান!
এখন শুনি, খেলবে পোলাপান!
শুনছি, খেলা নাকি বাকি ঢের!
তবে, আমার তা মনে হয় না!
বায়োস্কোপ প্রায় শেষের দিক;
শুরু হয়ে গেছে পনেরো নম্বর রীল!
এরপর সব শেষ! পড়ে যাবে খিল!
নিজের খেয়ে যতই মোষ দাবড়ান
থরে থরে সাজানো ভোগ্যপণ্য!
কষ্টের কামাই! কে আর করে ত্যাগ!
কে গায় কার তরে বিরহের গান!
তাই তো বলি, আর হয় না হারান!
বিজ্ঞানীগণ করছেন জ্ঞান দান!!
বিশ্বমোড়লের দেশের তলে চলছে
নরকের গজবের তরতাজা গান!
পায় বসে আগাম বরবাদের ঘ্রাণ!
ইতোমধ্যে জমিনে হাজির মাহমুদ!
এবার আসবেন ধেয়ে উম্মার ঈমাম।
আসমানেও প্রস্তুত হচ্ছে ঈসার যান!
জুলকারনাঈনের দেয়ালের ফুটো
দিয়ে বেড়িয়ে আসা খাজারদের নেতা-
তুরুপের তাস, দ্রুতই হবে খান খান!
তাই, যতই করো আনন্দ-উল্লাস-
সব ছেড়ে গাইতে থাক মুক্তির গান,
তাহলে পেতেও পারো-ওপারে ছাড়,
নইলে সেই বাণী! আর হয় না হারান!