খবিশ প্রিয় দূষিতরা মানব খুনের হোতা!
কার করিস দাসত্ব কোথায় নাড়ি পোঁতা!
এসব জ্ঞানপাপীরা কোন্ বলয়ের লোক?
সাধুর নয়-বলছে ওদের দুষ্টু দু’টি চোখ!
আশাবাদী কতজন, থাকে রঙিন আশায়!
ভাবছে বসে আসছে এবার বড় মহাশয়!
তাই, তারা চালতে থাকে! দুর্বোধ্য চাল!
তৃণমূলকে নামিয়ে মাঠে দেয় বড় ফাল!  

আর্তের স্বার্থে যারা দিল জীবন বিসর্জন!
বিনিময় নিল না যারা, তারাইতো মহান।
ওঁরা ছাড়া, এ জমিনে-আরো আছে ঢের-
সময় যেদিন আসবে, সেদিন পাবি টের।
হঠকারী এসব খেলা! খেলবি কত আর?
তোরাই যত অভিশপ্ত! হিংস্রতার আধার!