পালকহীনের সাথে গড়ো না বাঁধন
কাঠামোর মাঝে আছে যতদিন প্রাণ,
ভালবাসা কারে বলে নেই সেই জ্ঞান;
অভিসারে চলে যায়! যখন-তখন!
মানবী-দানবী আজ চেনা মুসকিল!
মুখোশের আবডালে করে বিচরণ!
বেহায়া মরদ তারে খুঁজে বের করে-
দুরাচারে মেতে উঠে শুনে না বারণ!
প্রকৃতির অনুরাগে ফুঁসে উঠে মন!
বাসন্তীর রূপে করে বসন্ত বরণ!
নগ্নদেহ মাঝে করে, স্বপ্ন অন্বেষণ!
রঞ্জিত করতে চায়, লুচ্চার উঠোন।
কলিকালের ভ্রষ্টারা দেখিয়ে গতর
মাতিয়ে রাখতে চায় জমিন-চত্বর!