অবচেতনে অথবা জেনে-বুঝে
বুনো না পাপের বীজ!
যেই হও তুমি-বিশ্বটাকে কেউ
দেয়নি তোমায় লিজ!
স্বপ্নের ঘোরে মারো বোলচাল!
উদোম শরীরে হাঁটো!
প্রেম-প্রীতিতে প্রমাণ করেছো
তুমি না, বড়ই খাটো!
পরকীয়াকে ভাবে না অন্যায়!
বরং বাড়ায় অভিনয়!
স্বপ্ন দেখিয়ে করে বেসামাল!
দেহ করে তার জয়!
কোন দিন যদি, হয় মোহভঙ্গ
অনুশোচনায় মরে!
হয় না তবু তার, কষ্ট নিবারণ
অশান্তি বাড়ে ঘরে!