যুদ্ধ লাগিয়ে দিয়ে বেচে যারা শস্ত্র!
কিনছে যারা তাদের থাকে না বস্ত্র!
মানুষ মেরে ওরা পায় খুব আনন্দ!
তবু্, থাকে না তাদের গায়ে দুর্গন্ধ!
ওরা চায় হ্রাস পাক, শুচির প্রবচন!
তখন, চালাবে-ওরা ভূতের শাসন!
দাজ্জালের, আশীর্বাদে, চায় শান্তি!
ভোগের ক্ষেত্রে ওদের, নেই ক্লান্তি!
খুনীর গোষ্ঠি, জমিনে চায় অশান্তি!
ওদের তরে বাড়ে সবার ভোগান্তি!
ভুক্তভোগী তখন করে, আহাজারি!
বিবাদ করে মরে, থেকে অনাহারী!
ভুগছে পৃথিবীটা! বাড়ছে মহামারী!
বাড়ছে লাশের মিছিল, সারি সারি!