ক্ষমতার মোহ যার মনে হয় উদয়!
অর্থ লোভে ঈমানও মানে পরাজয়;  
তারা যা বলে তা করার জন্যে নয়!
চলার পথে, কাঁটা রেখে ডাক দেয়!

জল ঘোলা করে ধূর্ততায় জয় চায়!
প্রতারণা করে! ক্ষতির ভয় দেখায়!
নানা ছলে কৌশলে, করে-অভিনয়!
মুখোশের আবডালে ঢাকে পরিচয়!

বলে দেয়-ওরা নিজেরাই হিমালয়!
কখনো বা মনে হয় ওরাই মহাশয়!
নিজে পারে না; চায় না কারো জয়,
আক্রোশে ভুল ধরে! শত বাহানায়!

নিজ স্বার্থে! সমাজে বিভেদ ছড়ায়!
আবার, স্বীয় কর্মে চায় সবার সায়!
রাতারাতি সবকিছু, পেলে তৃপ্ত হয়!
তখন খুশি মনে-আনন্দে গান গায়!