জানি, তুমি অন্ধ রাজের সম্মোহিত আশ্রিত শান্ত্রী!
সর্বহৃদয়ে ছড়িয়ে বেড়াও ভীতি-অহেতুক ভ্রান্তি!
তোমার হাত রক্তেরঞ্জিত-অযথা বাজাও রণতূর্য!
তুমি সান্ত্বনার আদলে যন্ত্রণা, ঘৃণ্য হায়নার বর্জ্য;
তুমি শ্বাপদের মত ভয়ানক শয়তানের উপাসক!
তুমি ভান্ডার লুটের নায়ক-রক্ষক নামের ভক্ষক!
তোমার চিবুকে ঝরছে রক্ত, মহাপিশাচের ভক্ত!
হৃদয় তোমার পাপাসক্ত, নির্দয়ের মতন পোক্ত!
তুমি বাড়াতেই থাকো বিতন্ডা! দন্ডরাজের ষন্ডা!
তাই তো পেয়ে গেছো পদক-আন্তর্জাতিক গুন্ডা!
তুমি ক্লান্ত হলেও হও না ক্ষান্ত চালাও মারনাস্ত্র!
বর্বর তুমি পামরের মতন, মানো না কোন শাস্ত্র!
আলেয়ার মত চমক ছড়াও-আসলেই তুমি মূর্খ!
তুচ্ছেও তুমি নাও বদলা-আঁতেলের মতই রুক্ষ!
কবিতাটি গতকাল প্রিয় কবি, শাহ্ সাকিরুল ইসলাম সাহেবের “তোমরা ইবলিশের মিত্র” কবিতায় অনুপ্রাণিত হয়ে কমেন্ট বক্সে মন্তব্য আকারে লিখেছিলাম, সেটাই আজ আসরে কবিতা আকারে প্রকাশ করলাম। তাই, প্রিয় কবি, শাহ্ সাকিরুল ইসলামকেই উৎসর্গ করলাম।