যারা অহেতুক পিতৃতুল্যকে করে-অপমান!
হোক সে শিক্ষিত! থাক না তার ঢের জ্ঞান!
যতই জানাক-অভিজাত, করে দেখ সন্ধান;
নিশ্চয়ই ডাষ্টবিনে কুড়িয়ে পাওয়া শয়তান!

আল্লাহকে করে তাচ্ছিল্য! নবীদের বিদ্রুপ!
আচারে যেমন ঘৃণ্য! ভিতরেও তেমন রূপ!
বর্বরতায় হয় শিরনাম! প্রতারণা-ওর কাম!
ডাকাতি ধর্ষণ লুটপাট; করে যায় অবিরাম!

ফেৎনাবাজিতে মহাকারিগর-বেহায়া নিকৃষ্ট!
ধূর্ততাতে শিরোমণি ওরা, আরণ্যক-অশিষ্ট!
অভিনবরূপে করে জালিয়াতি! স্বভাবে দুষ্ট!
প্রেমিকের মতই করে অভিনয়! সারত-ভ্রষ্ট!

বিষাক্ত নিঃশ্বাস নিয়ে জমিনে করে বিচরণ!
চিনে যে ওরে-ধিক্কারে তারে! শুনে বিবরণ!