প্রিয় দেশের স্বাধীনতা যখন অরক্ষিত!
তখন তুমি ছিলে একেবারে নির্বিকার!
স্বার্থের সঙ্কটে খুঁজতে শুধুই প্রতিপক্ষ!
পেলে! গর্জে উঠত তোমার হাতিয়ার!
মূলত, তোমরা দেশপ্রেমিক ছিলে না!
ছিলে নির্ভেজাল লোভী! খুব স্বার্থপর!
অর্থ-কর্তৃত্ব তোমাদের করেছিল অন্ধ!
সে কারণে, হয়েছিলে শক্তির পুজারী!
অনুভব করো নাই, জনগণের বেদনা!
যাদের পয়সায় হয়েছো-প্রতিপালিত।
ইতিহাস রচিতে তাই হয়েছিলে ব্যর্থ!
বরং দূষিত করেছিলে তারে বারবার!
সময় তোমাদের ধিক্কারিবে চিরকাল!
অভিশাপ দিবেন আল্লাহ্'-অনন্তকাল!