আমিও তো দোষে-গুণেই মানু্ষ।
হতেই পারি অনেকেরই চক্ষুশূল!
তা বলেকি হতে হবে আত্মঘাতী!
সংযমের সীমা যত করি লঙ্ঘন!
যতই ভাঙ্গি তোমার ধৈর্যের বাঁধ!
তা বলে তুমি আমায় করবে বধ?

যদিও আমার তাতে ক্ষতি নেই!
তোমার জুগুপ্সা যদি মিথ্যা হয়,
পেতেওতো পারি শহীদের রায়!
সত্য হলেও এপারে সাজা হবে-
ওপারে পেয়ে যাব চিরছাড়পত্র!
তারাই হবে খুনী বলে অভিশপ্ত!

আমরা মর্ত্যে কেউ-অনন্ত নই;
লাভ নেই অযথাই করে হৈ চৈ!