(১)

ভাটির টানে নৌকা চলে তীরের মত
মাঝি তখন, মনের সুখে গানেই রত;
কিন্তু, যদি উঠতে থাকে ঝড়-তুফান!
যায় রে তখন গহিন জলে ডুবে প্রাণ!

(২)

উজান স্রোতেও নৌকা চলে তরতরিয়ে
যদি লাগে ছিন্নপালেও তীব্র বায়ুর গতি;
মাঝি-মাল্লার মন যে দোলে ফুরফুরিয়ে,
ভাটিয়ালির সুর তখন মধুর লাগে অতি।

(৩)

কিস্তিগজের চাপে যদি কিস্তি ডুবে যায়!
হোঁচট খেয়ে প্রতিদ্বন্দ্বীর মনে ভয় ছড়ায়;
জোড়া ঘোড়ার চালে মন্ত্রী ভঙ্গ করে রণ-
বোড়ে’র কাছে রাজা করে আত্মসমর্পণ!