পৃথিবীতে রয়েছে এমন বহু দেশে-
শাস্তির ভয়ে থাকে নীরবে মানুষে!
কলম লিখেনা সত্য হারিয়ে শক্তি,
অপরাধী জেনেও করে ওরা ভক্তি!
বিচারের রায় কাঁদে শুধু চুপিসারে,
তবু থাকে হাসিখুশি মরণের ডরে!
তারপরও কয় যদি কিছু হক কথা,
ক্ষমা চেয়ে অতঃপর বাঁচায় মাথা!
অনটনের দুঃখ, যায় না মুখে বলা,
নিয়ন্ত্রণ করতে হয়, নিজপথ চলা!
স্রষ্টার কিছু বাণী, বলাও অপরাধ!
অলক্ষ্যে বিছিয়ে রাখে, গুপ্ত ফাঁদ!
মুক্তির কথা বলাও খুবই দোষের,
নিরন্তর ঝুঁকি বাড়ে জীবন নাশের!