সত্যের যেদিন ঘটবে উদয়-আসবে নতুন ভোর,
কাটবে সেদিন-আমজনতার দুখ-বেদনার ঘোর!
থাকবে না অভাব অনটন, ঝরবে না কারো অশ্রু
সত্যের সাথে মিথ্যে আর, হবে না মােটেই মিশ্র।
ভদ্রঅভদ্রের হবে না সখ্য করবে না কেউ ছলনা;
নিজস্বার্থে করবে না কেউ পরের সাথে প্রতারণা।
অশ্লীলতার হবে ক্ষান্তি! ভূমি হবে ব্যভিচার মুক্ত,
শোষণের বিরুদ্ধে অক্ষমের-ঝরবে না আর রক্ত।

কারো কারো হৃদে জাগে ভয়-তাই করে বিদ্রুপ!
তাই-অনাস্থা সৃষ্টিতে ধোঁয়াশা ছড়ায়! জ্বেলে ধুপ;
দৈত্যের সাথে কারসাজি করে, করে যায় ষড়যন্ত্র
দুর্বলচিত্ত হারিয়ে বিত্ত! জপতে থাকে-অশুভ মন্ত্র!

কিন্তু তখন হবে না সফল, পিশাচ হবে পরাজিত;
পদে পদে, পাবে বাধাবিপত্তি! হতে হবে লাঞ্ছিত।