বংশমর্যাদা যদি হয় আকাশ ছোঁয়া!
যদি থাকে সম্পদের পাহাড়-পর্বত-
সেইসাথে ক্ষমতার দোর্দন্ড প্রতাপ!
মানুষরে মনে করে মাকড়ের বাপ!

ওরাই মহাচোর-নির্দয় হারামখোর!
যা পায় তাই খায় নেই তার শোর!
আছে ঘোরের মাঝে-খাটায় জোর!
আঁধারে মজা পায়, খুঁজে না ভোর!

মর্ত্যভূমে না থাকলে জনক-জননী-
না থাকলে মহান আল্লাহর রহমত;
বাকি সবে হয়ে যেত, পথের ধূলা!
ঘুরতো নিয়ে পথে ভিক্ষার ঝোলা!

অতীতেও ছিল নমরুদ-ফেরাউন!
চিরন্তন মানতে হবে প্রভুর কানুন!