সময় বয়ে যায় আপন গতিতে অনন্তকালের পথে!
তবে রেখে যায় মাঝে মাঝে অভাবনীয় স্মৃতির ফলক;
যা দেখে অনুভব করি, গতিপথ তার কোন দিকে গেছে!
সময় নির্ভীক! তবে বেপরোয়া নয়, আল্লাহ্’র আজ্ঞাবাহী।
সময়ের ব্যাস আদি-অনন্তব্যাপী, যদিও সে নয় দৃশ্যমান।
সময়ের পথ বেয়ে ইতিহাস হেঁটে হেঁটে ঘটনা করে বয়ান!
সময় বিচার করে স্রষ্টার ইঙ্গিতে-যতই হোক মন্দ-ভালো।
আর-ইতিহাসের কলম বোঝে না এ জমিনে আপন স্বার্থ।
তাই বলে কেউ নয় সময়ের দাস-ব্যতীত মহান আল্লাহ্।
সময়কে অবজ্ঞা করেই হেরে গেছে দাম্ভিক-শয়তান!
মিথ্যাকে-অসত্য বলে-অথবা সত্যকে পায়ে দলে
হয় না কারো লক্ষ পূরণ, পায় না কেউ পার।

সম্মান তাঁদেরই তরে রেখেছেন সংরক্ষণ করে মহান;
যারা সত্য লালন করে মেনে নিয়েছেন তাঁরই বিধান।