একটা সোনালী সকালের যতই প্রত্যাশা করি;
ততই দেখি পড়ন্ত বিকেলের আভা স্পষ্ট হয়!
জীবন এভাবেই হয়ে যেতে থাকে অনধিগম্য!
কল্পনায় ভাসি! দুঃখ নিয়ে রাশি রাশি সত্য;
তবুও মনে হয়, করতে হবে জয় অনেক পথ।
ভালবাসার গল্পগুলো ঘিরে রাখে জীবনকে!
ইচ্ছে জাগে, থাকি স্বপ্নিল রঙের খেলা নিয়ে,
হয় তো আর কিছু সময় পেলে ভালো হতো,
জীবন বুঝি এভাবে কেটে যায় গল্পের ছলে!
মনে হয় সময় কত ক্রূর! না বলে চলে যায়;
বেদনার হাজারো রঙ যখন প্রকট হয়ে উঠে!
নিভতে থাকে আশার বাতি সময়কে হারিয়ে!
হয়তো সহসাই বাতিঘর হয়ে যাবে অন্ধকার;
হারিয়ে যাবে, হৃদয় স্পন্দন নীরবে নিঃশব্দে!