অতীতহীন মানুষদের কোন স্মৃতি নেই!
নেই বিড়ম্বনা! বর্তমানকে আঁকড়ে ধরে
দেখে আগামীর স্বপ্ন তারার মেলাজুড়ে!
ভালোবাসার মানুষকেও ভালোবাসে না
প্রেম দিয়ে রাখে কষ্টের সাগরে ডুবিয়ে!
বিবর্ণ বাসরে সৃষ্টি করে বিমর্ষ আবাসন!
অলীকের পিছু নেয়! অশিষ্টতার নেশায়
অন্ধকার পথে, করে দিগ্বিজয় কল্পনায়!
তবু তারা নক্ষত্রের মর্যাদায় বাঁচতে চায়!
বিলাসী জীবনের উদাহরণ বিলিয়ে যায়!
ফেরি করে প্রতীতি নন্দিত গীতির ন্যায়।
আঁধারের বাসিন্দা! আলোকেই যত ভয়!
চোখের পলকে, করতে চায় লটারি জয়!
ওরাই গড়তে চায় মর্ত্যে স্বর্গ অবলীলায়!