ঘৃণার চেতন ত্বরান্বিত করে অবক্ষয়ের জয়যাত্রা!
মানবতার বিপর্যয়ে আয়ুষ্কাল হয়ে উঠে স্বপ্নহীন!
হুঁশহীন মানুষের কর্মযজ্ঞে সুস্থ মানুষের হৃদয়েও
পুঞ্জীভূত হতেই থাকে অনবরত-অবিরাম বিস্ময়!
মনে হয়! চলছে অকর্মণ্যদের কারণহীন উৎসব!
তবু, মেনে নিতে হয় অক্ষমের মত হয়ে নির্বাক!
পরিবর্তনের প্রবল ঢেউয়ে, ভেসে গেছে ঐতিহ্য!
নৈতিক অবক্ষয়ের চাপ হয় না আর কারো সহ্য!
অর্থ না থাকলে ফুটো পয়সারই বেড়ে যায় স্বাদ!
তাই নিয়ে করি বাগাড়ম্বর, ভাবি আকাশের চাঁদ!
যা কেউ দেখতে চায়না তবু দেখে যায় বারবার!
কে কার হাত ছাড়ে! আর কে কার কোলে উঠে!
এমন রঙ্গলীলা, কি আর প্রাত্যহিক মাঠে গড়ায়!
পড়ন্ত বৈকালেও কি হৃদয়ে স্বপ্নেরা দোলা দেয়!