যারা মুক্তিযোদ্ধাদের দেয়নি উপযুক্ত সম্মান!
সদম্ভে অস্বীকার করেছিল তাঁদেরই অবদান!
শহীদের খুন বেচে! গড়ে তুলেছিল স্বৈররাজ!
দেশ বানিয়েছিল কারাগার! নেই তারা আজ!
গুম-খুন করে! বানাতে চেয়েছিল প্রজা-দাস!
দ্রোহের ফলে পেয়েছিল, ঘরে ঘরে ছিন্নলাশ!
দেশ জুড়ে দেখেছিলাম পরিবারের হাহাকার!
সেই-একাত্তরের পরের কথা ভাবো একবার।

স্মরণ করো, সেই-অন্ধকারাচ্ছন্ন ভয়াল দিন!
তাজা রক্তে শোধ করলো যারা বর্গীদের ঋণ
তাঁদের করলে স্বার্থপরের মতই অবমূল্যায়ন
অভিশপ্ত হবে, আসবে ফের সেই লুপ্ত দুর্দিন!

ছিনতাই হবে ফের! ছাত্র-জনতার-অধিকার!
শকুনের নখরে বিক্ষত হবে স্বদেশ বার বার!