তখনো তুমি ছিলে স্বপ্নের আঙিনায়!
আনন্দে ছন্দ ছিল-ছিল সুখ বেশুমার!
সকাল-সাঁঝে দিতে মৃত্যুকে অভিশাপ!
দুঃখকে বলতে তুমি সারাবেলা গুডবাই!

প্রাচুর্য ছিল তোমার আমোদের সাথী;
সখ ছিল ক্রীড়নক, জীবন-আনন্দময়ী
বিরহ ছিল না তোমার কখনো অনুরাগী
চোখের ইশারায় হ'ত ভালোবাসা-প্রীতি।

বিজয়ের আনন্দ ছিল মায়াবী খেল!
মহারথীরা মেখে দিত সৌভিক তেল!
আসতো যেত কতই না খ্যাতিমানগণ!        
জ্ঞানীগুণী পৌঁছে দিত কত-উপঢৌকন!

অথচ, আজ তুমি বড়ই বিবর্ণ-স্বপ্নহীন!
বিধাতার ইশারায় কতইনা হয়েছ দীন!