নূরীদের অশ্রু রয়ে যাবে ইতিহাসে সুদীর্ঘকাল!
মানবতার ফেরীওয়ালাগণ পালাবে তুলে পাল!
ওর বিক্ষত মনে স্মৃতি হয়ে রবে এই অভিশাপ!
মোচন হবে না তার কচিমনে কষ্ট দেবার পাপ।
নূরীর অসহায়ত্ব কি ফিলিস্তিনী শিশুর মত নয়?
পিতার জন্যে মাকে বন্দী করে কারা পায় জয়!
নূরীর আবেগ কি মূল্যহীন! সেও তো নাগরিক;
তার কি নেই মানবিক অধিকার! প্রশ্নটা সঠিক।
যে সমাজে নান্দনিকতা বলে তেমন কিছু নেই,
যেখানে মর্মপীড়া কুঁড়ে কুঁড়ে খায়-হারায় খেই!
সত্যরে মিথ্যে বলে সাগ্রহে চালিয়ে দেয়া যায়!
ভাবে না তাকে অপরাধ! নির্বিচারে রক্ষা পায়!
নূরী তুমি আর কেঁদোনা; অচিরেই আসবে জয়-
আসবে জ্যোতির্ময় ভোর, হবে সুন্দর সূর্যোদয়।
(বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষ্যে বিশেষ নিবেদন)