খবরের পর খবর দিয়ে
খবর ঘায়েল করো,
স্বপ্ন পুরের পেত্নী এলো
ধরো তারে ধরো!
কার প্রেমী কে নিয়েছে
গরম খবর ছাড়ো,
নিত্য-নতুন খবর দিয়ে
পুরানটারে মারো!
আলু পোড়া খালু খেয়ে
হাসপাতালে গেল,
ঢালু থেকে কালু এলো
দেখে আসি চলো।
মানবশিশু দানব হলো
নতুন খবর এলো!
মশা মারা কল বানিয়ে
তাক লাগিয়ে দিল!
বড় বাবুর হুকুম শুনে
হেসে-কেশে খুন!
এমনিতর খবর দিয়ে
বাড়িয়ে নাও গুণ!
তবেই হবে শ্রেষ্ঠ তুমি
মিলবে পুরস্কার!
তখন তুমি হয়ে যাবে
বহুৎ বড় ষাঁড়!