নগদের লোভ-মোহে, সহজে বদলে যাই!
বাকি ভেবে দৈবসুখকে, ভেবে থাকি ছাই!
দুনিয়ার গরমের মোহে হয়ে যাই সদাশয়,
বাকি ভেবে জাহান্নামকেও করি নারে ভয়!
পৃথিবীতে ধনের প্রলোভনে হয়ে যাই সাধু!
বাকিতে অবিশ্বাসী বলে শিখি কালো যাদু!
শর্ত-সাপেক্ষে গরলকেও ভেবে থাকি মধু!
অবিশ্বস্ত বলে, পরকীয়ায় আসক্ত হয় বধু!
ক্ষমতার দৌড়ে! সত্যকেও করি অস্বীকার
পুণ্যচেতনাকে করি অবহেলা হয়ে বিকার!
জমিনে করি দাপট! করি না ন্যায় বিচার!
পাপবোধ দূরে ঠেলে, করি কত অহংকার!
এভাবেই গড়ে তুলি নিত্য পাপের পাহাড়!
হালাল ত্যাগ করে হারামকে করি আহার!