নদী চলে এঁকেবেঁকে সাগরের পানে
ছোট বড় ঢেউ তুলে মোহনীয় গানে,
মেজাজ শান্ত যখন, বড়ই সে ভালো
পূর্ণিমার জোছনায়, করে টলোমলো;
মাঝি গায় প্রাণ খুলে ভাটিয়ালী গান
পাটাতনে বসে শুনে, নবীন জোয়ান,
চাঁদের আলোর সাথে দখিনা বাতাস!
হৃদ-মন ছুঁয়ে যায়, সাদা সাদা কাশ।
যখন সে রুদ্র হয়! ভাঙ্গে দু’টি পাড়!
শুনে না কারো বারণ মানেনা বিচার!
ভুলে যায় ইনসাফ! কেড়ে নেয় প্রাণ!
ভেঙ্গে দেয় ঘরবাড়ি! করে অভিমান!
ভীষণ আগ্রাসী হয়ে! করে সব গ্রাস!
ফসলী জমিতে দেয়, সর্বনাশা চাষ!