যদি কখনো-এমন হয়, অথবা যদি মনে হয়-
নেতৃত্বশূন্যতায় ধেয়ে আসবেই, নগ্ন বিপর্যয়!
তবে তুমি স্বয়ং অগ্রদূত, রুখে দাও পরাজয়।
সত্য বাঁচাতে মিথ্যের কাছে নয় আত্মসমর্পণ-
ঝেড়ে ফেলে-অবসাদ, হতাশাকে করো জয়।
অস্তিত্বের প্রশ্নে-আপোষ নয় ঘটাও অভ্যুদয়!
জীবনযুদ্ধে বাধা আসবে ক্ষণ কর না অপচয়;
তুমিতো বীর যোদ্ধা, মুছে ফেলো সব সংশয়,
ধকল আসবে-উপর্যপরি! পেও না কেউ ভয়।
সত্যের পক্ষে আছেন সর্বদাই সৃষ্টির মহাশয়।
নীতিকে নীতি দিয়েই মোকাবেলা করতে হয়-
উস্কানির মুখে অবিচল থেকো-মিলবে বিজয়।
মসি দিয়ে গড়ো প্রতিরোধ-অসিতে রক্তক্ষয়!
রক্তপ্লাবন হলেও সত্যানুসন্ধানীদের জয় হয়।