ধর্ষিতা দর্শন! প্রসব করে স্বৈরশাসন!
ধর্ষক করে বিজয়োৎসব পেয়ে পুনর্জীবন!
বদলে যায় কন্ঠস্বর! দেয় হুঙ্কার! করে গর্জন!
যেদিকে দু’চোখ যায়, দেখে শুধু উন্নয়ন!
ইচ্ছের দাস হয়ে নিত্যনতুন করে আইন প্রণয়ন!
আগাছার মত বাড়তে থাকে স্বগৃহে অরণ্যায়ন!
অনুগামীরা নির্বোধের মতই করে অনুসরণ!
লোপাট করে অর্থ-সম্পদ! খাল-বিল-বন!
অতঃপর আসে অশান্তি! ক্ষুব্ধ হয় জনগণ!
বঞ্চিত হয় ছাত্র-জনতা! বাড়তে থাকে অনটন!
তপ্ত হতে থাকে অলি-গলি, নিগৃহীতের মন!
ঢল নামে রাজপথে! লাশ পড়ে অগণন!
পরিশেষে ঘটে যায় সবার অজান্তে অঘটন!
ঘটে যায়, স্বৈরশাসকের শোচনীয় পতন!
তারপরও ফিরে পেতে চায় হরানো উঠোন!
পামরের কোলে বসে করে বিষাক্ত বাণী বর্ষণ!