অখন্ডতার বিষ-বাষ্প ছড়িয়ে দিয়ে
আবারও বাজিয়ে দিলো, রণভেরী!
আর, নয়-অবজ্ঞা! নয় কোন ছাড়;
ভেদাভেদ ভুলে এসো ঐক্য গড়ি!
স্বদেশীদের মাঝে, ছড়িয়ে বিদ্বেষ
ছিনিয়ে নিয়েছিলো! আমার দেশ!
উদ্ধার করেছে এবার! নব প্রজন্ম,
করতে চায় ওদের তাইতো শেষ!
ভেজাল লীগের দেশদ্রোহী মাঝি!
ছোবল মারতে, হয়ে গেছে রাজী!
তাদের হাতিয়ারে করবে বিনাশ!
দেশপ্রেমী ও ধরবে জীবন বাজি।
বুঝেছি ঘটাবে তারা, প্রতিবিপ্লব!
জনতার সাথে আছেন মহান রব;
দ্বিধাহীন চিত্তে, শপথ করো সব!
স্বাধীনতার প্রশ্নে রইব না নীরব।
না থাকলে দেশ-মিলবে না হক!
পড়বে দু'পায়ে কিঙ্করের শৃঙ্খল!
যেভাবে তখন, নিয়েছিল কেড়ে-
আমাদের ভাগের, দরিয়ার জল।