শৈশবে 'রক্তচোষা'র গল্প শুনে শিহরিত হতাম!
পরস্পরে জোট বেঁধে রক্তচোষা নিধন করতাম!
মনে হতো বিশাল কোন কাজ করে ধন্য হলাম!
বাহাদুরের মত সবাই সবাইকে জানিয়ে দিতাম!
বার্ধক্যে এসে শুনছি, দারুন ভয়ানক দুঃসংবাদ!
যারা নেশার মত খুন করে, তারা সাইকোপ্যাথ!
বিশ্বজুড়ে পরীক্ষা চলে! সত্যিই বলে প্রমাণ হলে-
রক্তচোষা মারার মতই ছুটবে মানুষ দলে দলে!
হায়! সমাজ ছারখার হয়ে কি ভারসাম্য হারাবে?
রক্তের হোলিখেলায় আবালবৃদ্ধ বুঝি বা জড়াবে!
বিশ্বনেতৃত্ব সাইকোপ্যাথ হলে রক্তিম হবে জমি!
সেটাই কি হবে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি?
ওরাই কি হবে তবে ইয়াজুজ-মাজুজের বংশধর?
পান করে নিঃশেষ করবে পানি! সাগর হবে চর!