রাসুল-নবী-পয়গম্বর ছিলেন দু’কালের
মুক্তির তরে আল্লাহ্’র প্রেরিত বিশেষ দূত।
যাদের তিনি দিয়েছিলেন বিশেষ ধৈর্য ও প্রজ্ঞা।
নবুয়তের দরজা তিনি রুদ্ধ করছেন চিরতরে,
তবে, জমিনে আছেন তাঁর রহমত প্রাপ্ত ব্যক্তি।
যারা, হৃদয়ে লালন করেন হেরার জ্যোতি;
যারা প্রচেষ্টা চালান সত্যের বাণী প্রচারের।
নির্ভীক জীবনের বদলে চান ওপারের শান্তি।
ওদের কে তুচ্ছ ভেবে করো না সীমালঙ্ঘন!
দিও না যন্ত্রণা অকারণে, পস্তাবে অনন্তকাল!
নিজেকে ভেবো না পরাক্রমশালী-মহা কৌশলী!
যারা স্রষ্টার সত্তার মাঝে বিলিয়ে দেন নিজেকে,
মহান স্রষ্টার প্রতিশ্রুত পুরস্কার প্রাাপ্তির আকাঙ্ক্ষায়;
তাঁরা করেন না জমিনের বাহাদুরীর গর্হিত আশা।