মূলধারা খুঁজে ফিরি-কোথায় কতদূর!
যার মাঝে পাবো ফিরে আরশের নূর।
শাহাদার পথে মিলবে মানুষের মুক্তি;
মোমিনের হৃদয়ে থাকে ঈমানী শক্তি।
আলোর ফোয়ারা ছড়ায় জান্নাতী ঘ্রাণ,
তারই সোপান খুঁজে মুজাহিদের প্রাণ;
হেরাগুহায় পাওয়া, আল্লাহ’র অনুদান
তাকে বানাতে হবে দেশের সংবিধান।

তবেই ঘুচবে কষ্ট-যন্ত্রণা রবে না আর;
আগাছা বিমুক্ত জমিন, হবে পরিস্কার।
র’বে না দুঃশাসন! কাঁদবে না জনগণ-
পূরণ হবে, অসহায় জনতার নিবেদন।
থাকবে সৌহার্দ; থাকবে সুস্থিত ঈমান
তবেই-ওপারে সুখ কোরআনই প্রমাণ।